News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

আপন দুই ভাই মারা গেলেন পানিতে ডুবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৫২ পিএম আপন দুই ভাই মারা গেলেন পানিতে ডুবে

নারায়ণগঞ্জের বন্দরের মুসাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকাতে বৃহস্পতিবার বিকেলে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক (১২) ও আরিয়ান (১০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বিকেলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে শরীরে বালু থাকায় তারা পুকুরে গোসল করতে নামে। আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে সাড়ে পাঁচটায় আরিয়ানকে মৃত উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে। বিনা ময়নাতদন্তে তাদের দাফন হবে বলে জানান তিনি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group