বাসা থেকে বের হয়ে বন্দরে কলেজ ছাত্র হাসান শাহরিয়ার (১৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজ কলেজ হাসান শাহরিয়ার বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জ কলেজের এইচ.এস.সি ২য় বর্ষের ছাত্র। বহুস্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ ছাত্রের কোন হদিস না পেয়ে
এ ব্যাপারে নিখোঁজ কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা প্রস্তুতি চালাচ্ছে। এর আগে গত মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার সালেহনগরস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে ওই কলেজ ছাত্র নিখোঁজ হয়।
নিখোঁজের পিতা শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানায়, আমার ছেলে হাসান শাহরিয়ার গত মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে আর বাসা ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে আমার ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহারকৃত ০১৮৬৮১০১৯৬৫ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।





































আপনার মতামত লিখুন :