News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ফতুল্লায় আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:২৮ পিএম ফতুল্লায় আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

ফতুল্লায়  আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল  থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা বেপারীপাড়া এলাকার মৃত রশীদ মেম্বারের ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা মহসিন মিয়া ওরফে মহসিন সিপাহী (৫৬), কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী লামাপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ কারীর ছেলে ফয়েজ আহম্মেদ (৫০) ও কাশিপুর ইউনিয়ন  ৩ ওয়ার্ড এর যুবলীগের সদস্য চর কাশিপুরের নূর হোসেনের ছেলে মো. আরাফাত (৩৩)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতভর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী সহ আওয়ামীলীগের তিন নেতাকর্মী কে গ্রেফতার করেছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group