News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

৭১ এর সুফল পায়নি সাধারণ মানুষ : মইনুদ্দিন আহমাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:১৩ পিএম ৭১ এর সুফল পায়নি সাধারণ মানুষ : মইনুদ্দিন আহমাদ

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মহানগরীর একটি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ‘শিহরন শিল্পী গোষ্ঠী’র শিল্পীদের মনোজ্ঞ হামদ-নাত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর ও ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে যে বিজয় অর্জিত হয়েছিল, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে সেই বিজয়ের সুফল সাধারণ মানুষ পায়নি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বিজয়ের পরও দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি।

তিনি আরও জোর দিয়ে বলেন, "একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। কোরআনের আইন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।"

মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য ও শিহরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, জামায়াত নেতা সাঈদ তালুকদার, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহাবুব আলম, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা কামাল উদ্দিন এবং বন্দর দক্ষিণ থানার আমীর আব্দুল হাই জাফরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা একটি বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group