আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইনের কাছ থেকে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ মুহাম্মদ শরীফ মিয়া।
মুহাম্মদ শরীফ মিয়া বলেন, ইলিয়াস আহমদ- একজন সজ্জন ও ক্লিন ইমেজের প্রার্থী। আমাদের দল খেলাফত মজলিস থেকে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে এবং আটদলের সমঝোতার ক্ষেত্রেও এই আসনটি পেতে কেন্দ্রীয়ভাবে জোর দাবি আছে। আমরা এই আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়েছি। ব্যাপক সাড়াও পাওয়া গেছে। ইসলামী ও সমমনা দলসমূহের মনোনয়ন পেলে এবং আল্লাহ তাআ'লা চাইলে তিনি এই আসনে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

































আপনার মতামত লিখুন :