News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ঠেকানো যাচ্ছেনা ছিনতাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:২৭ পিএম ঠেকানো যাচ্ছেনা ছিনতাই

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টা। নগরীর জামতলার বাসা থেকে হাঁটার উদ্দেশে বের হয়েছেন ব্যবসায়ী ও চিত্রশিল্পী মুনতাসীর মঈন। তবে এ সময় জমতলার এক ফাঁকা রাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এক পর্যায়ে তার কানের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অপরাধীরা। মুনতাসীরের রক্তাক্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করেন তার এক বন্ধু। ঘটনা শুধু এই একটিতেই সীমাবদ্ধ না। ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এমন অসংখ্য ফেইসবুক পোষ্ট করা হয়। অনেক ঘটনা আবার চাপাও পড়ে যায়। তবে এই বিষয়টি এখন নগরবাসীর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে,  নগরীর প্রতিটি এলাকায় নিয়মিত ছিনতাই হচ্ছে। লিংক রোড, চাষাঢ়া থেকে পঞ্চবটি, চাষাড়া থেকে হাজীগঞ্জ হয়ে সিদ্ধিগঞ্জ, বঙ্গবন্ধু সড়কসহ অনেক গুরুত্বপূর্ণ সড়কেও এর প্রবণতা বাড়ছে। রাত ৩ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ছিনতাইকারীরা বেশি সক্রিয় থাকে। মোটরসাইকেল ও মিশুক রিকশায় দাপিয়ে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এ সময় সড়কে কাউকে পেলে মোবাইল, টাকা পয়সাসহ সঙ্গে থাকা সবকিছু নিয়ে যান তারা। কেউ ছিনতাইয়ে বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে করা হয় আঘাত।

২০২৪ সালের ডিসেম্বর মাসে নগরীর ডিআইটি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তির পর মারা যান ঢাকার একটি বিশ্ববিদ্যায়ের ছাত্র মো.ওয়াজেদ সীমান্ত। তার বাবা আলম পারভেজ এ বিষয়ে বলেন, আমার ছেলের জীবন চলে গেলো। তারপরও প্রতিদিন এমন অসংখ্য ছিনতাই এখনো ঘটে চলছে। আমরা কার কাছে যাবো এর জন্য? শহরের প্রশাসন এটা নিয়ে কোনো কাজই করে না। যার কারণে এই অপরাধীরা থামছেনা। মানুষের জীবনের কোনো মূল্য নাই এই শহরে। আমার আর কিছু বলার নাই।

গত ১৬ ডিসেম্বর সকালে জামতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতের মুখে ৬ টি সেলাই পড়ে শিল্পী মুনতাসীর মঈনের তিনি বলেন, সকালে আমি বাসা থেকে মাত্র বের হয়েছি। জামতলা এলকায় ফাঁকা রাস্তায় মটর সাইকেল থেকে নেমেই আমাকে ছুরিকাঘাত করে। আমি সাথে সাথে দৌড় দেই জীবন বাঁচাতে হাসপাতালে। সেখানে গিয়ে দেখি আরো এক পোশাক শ্রমিক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছেন। আমাদের এলাকায় (জামতলা) প্রতিদিন এমন ছিনতাই হচ্ছে। আমাদের আসলেই নিরাপত্তা নেই।

এদিকে ছিনতাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপার ও ডিসির কাছে এটি প্রতিরোধের জন্য আহবান জানিয়েছেন ব্যবসায়ীরা। জবাবে জেলার নতুন পুলিশ সুপার দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group