News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

দুই দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা অহিদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৬ পিএম দুই দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা অহিদ

বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর মামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাঅহিদুজ্জামান অহিদ(৩৮)কে ২ দিনের রিমান্ড এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বুধবার ৭ জানুয়ারি দুপুরে ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনা হয়।

রিমান্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা  অহিদুজ্জামান অহিদ বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিল।

এর আগে গত বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যায় বন্দর থানার ফুলহরস্থ একটি ইটভাটা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছে, ধৃত আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের  জুলাই  বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি ও ককটেল বিস্ফোরনের ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান অহিদ জড়িত থাকার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে আদালতে গত বুধবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group