News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

দশপাইপ এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:১২ পিএম দশপাইপ এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক তরুণ নিহত ও আরো দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ৭ জানুযারি রাতে মিজমিজি ক্যানেলপাড় দশ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকের আরোহীর নাম রাতুল ইসলাম রবি(২১)। সে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্বপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। আহত অপর দুজন হলেন তার বন্ধু হাবিব ও বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণটি খুব দ্রুতগতিতে আসছিল এবং তার পেছনে আরেকজন বন্ধু ছিল। একই সময় জালকুড়ির দিক থেকে একটি মোটরসাইকেলে শিশু সন্তানসহ এক দম্পতি আসছিল। দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে রাখতে না পেরে দুর্ঘটনাটি ঘটে বলে তিনি ধারণা করছেন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং কয়েকজন আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন নিহত ও আহতদের ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group