নারায়ণগঞ্জে অনুর্ধ ১৪ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। কোয়াব ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাইম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকির আহমেদ রুবেল।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। জেলা কোয়াবের সভাপতি জাকারিয়া ইমতিয়াজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমএনসি’র উপদেষ্টা আরাফাত আহমেদ রাজিব, কোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম, ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক জিয়াউল হক প্রমুখ।
অতিথিরা বলেন, ক্রিকেটের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বয়সভিত্তিক টুর্নামেন্টের বিকল্প নেই। আমাদের নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজন করে যেতে হবে। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আমরা চেষ্টা করছি এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে যেতে। সারাবছর যেন মাঠে খেলা চালু থাকে।





































-20260102160818.jpg)



আপনার মতামত লিখুন :