নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ আত্মসাতে দায়ের করা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। এই ঘটনায় মো. মনির হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন। তারা একটি মানববন্ধনও করেছেন।
অভিযোগে মনির হোসেন উল্লেখ করেন, মো. ডালিম ওরফে ডালু, মো. শহিদ হাওলাদার, আনিস উদ্দিন হাওলাদার ও মো. সুলতান আহমেদের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অর্থ আত্মসাত সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বর্তমানে আদালত বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে এই মামলায় মো. ডালিম ওরফে ডালু, আনিস উদ্দিন হাওলাদার ও মো. সুলতান আহমেদ জামিনে রয়েছে এবং মো. শহিদ হাওলাদার পলাতক রয়েছে। তারা জামিনে আসার পর থেকেই বিভিন্ন রোক মারফত আমাকে নানা ধরনের হুমকি ধমকি ভয় ভীতি প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি সন্ধ্যায় চাষাড়া পৌর মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে সকল আসামীরা এসে আমাকে অহেতুক গালিগালাজ করে।
মনির হোসেন উল্লেখ করেন, তারা এক পর্যায়ে আমাকে হুমকি দিয়ে বলে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নিলে যে কোনো মুহুর্তে আমাকে প্রাণে মেরে ফেলবে। তারা যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।


































-20260102160818.jpg)



আপনার মতামত লিখুন :