৭ জানুয়ারী নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকাবাসীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে মুফতি ইসমাঈল সিরাজী বাংলাদেশ খাঁদ এলাকার মানুষের মুখে তাদের এলাকার অবস্থার বিভিন্ন বিষয়ে কথা শুনে বলেন, স্বাধীনতার পরবর্তী এতবছর পরেও এই এলাকার মানুষের উন্নতি না হওয়া দুঃখ জনক। এই এলাকায় একটি এম্বুল্যান্স আসা-যাওয়ার মত রাস্তা হওয়া অতীব জরুরি, এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের জন্য কোন স্থায়ী সমাধান না করাও দুঃখজনক।
তিনি বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলো তারা এই বাংলাদেশ খাঁদ বাসীর প্রতি অবহেলা করেছে। তারা উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন ছাড়া আর কিছুই করেনি, তারা লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা এই দুরাবস্থা আর দেখতে চাইনা। আমরা এই দুরাবস্থার পরিবর্তন চাই, আমরা উন্নয়ন চাই।
তিনি আরো বলেন, আমি আপনাদের এটা করে দিবো সেটা করে দিবো এমন কোন মিথ্যে আশ্বাস দিতে চাইনা বরং বলতে চাই আমরা টেকসই উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবো। এবং পরিবর্তন করবো।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ্, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ মাসুদুর রহমান, ফতুল্লা ইউনিয়ন শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম রিপন, সেক্রেটারি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ খাঁদ ফয়েজিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আলাউদ্দিন, বাংলাদেশ খাঁদ এলাকার মুরুব্বি হাজ্বী আবু তাহের, জালাল বাবুর্চীসহ অন্যান্য এলাকাবাসী।































-20260102160818.jpg)



আপনার মতামত লিখুন :