News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

গ্যাস সিলিন্ডারে গাঁজা, গ্রেপ্তার-১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৬:০১ পিএম গ্যাস সিলিন্ডারে গাঁজা, গ্রেপ্তার-১

অভিনব কায়দায় এলপি গ্যাস সিলিন্ডারে ভরে মাদক পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা এলপি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাত সোয়া ৯টায় সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় কনকটের সামনে বরইতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মাছুম (২০)। সে হবিগঞ্জ জেলার মিরপুর ইউনিয়নের বুগলী এলাকার মৃত শাহিনের ছেলে।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ এর দিকনিদের্শনায় উপ পরিদর্শক মো. সামরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা দিক হতে বিআরটিসি বাস নং ঢাকা মেট্রো-ব-১৫-৬০২২ থামানোর জন্য পুলিশ সংকেত দিলে গাড়িচালক বাসটি থামায়। অতঃপর একজন ব্যক্তি লাল রঙের ১টি  চঅউগঅ খচএ এর ১২কম গ্যাস সিলিন্ডার ডান হাতে নিয়ে বাস হতে দ্রুত নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজত থেকে উক্ত এলপি গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত ৩ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group