নারায়ণগঞ্জের রূপগঞ্জের যৌথবাহিনীর অভিযানে দেশী বিদেশী অস্ত্র মাদক ও নগদ টাকা সহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১টায রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ডের কর্নগোপ এলাকায় জৈনক ইসমাইল ভুইয়া ও আবু সাইদের বসত বাড়িতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তর, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১ টি কাটা রাইফেল, ২ রাউন্ড রাইফেরের গুলি, ২টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫ টি মোবাইল ফোন, নগদ ২১হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কর্নগোপ এলাকার মো. ইসমাইল ভুঁইয়ার ছেলে মো. ফাহিম ভুঁইয়া (২২), আঙ্গুর মিয়ার ছেলে নূরে মোহাম্মদ (১৮), মৃত রহমান মিয়ার ছেলে খোকন মিয়া(৫৫), স্বপন সোহেল এর ছেলে নাহিদ (১৮), জাবেদ আলীর ছেলে মো. জোবায়ের(২৪), মৃত মিকাইল মিস্ত্রির ছেলে এসএম তৌহিদুজ্জামান(২১),
পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে
































-20260102160818.jpg)



আপনার মতামত লিখুন :