News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

টাইফয়েড ভ্যাকসিন পুরো হালাল : ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৯:০৬ পিএম টাইফয়েড ভ্যাকসিন পুরো হালাল : ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান বলেছেন, সকল রোগের শেফা আল্লাহ দিয়ে দেন। আমাদেরকে এগুলো বের করে নিতে হবে। ভ্যাকসিন কিনা হালাল কিনা প্রশ্ন উঠেছিলো। পরবর্তীতে এটা যাছাই বাছাই করে দেখা হয়েছে এখানে কোনো হারাম কোনো উপাদান নেই। যার জন্য এই ভ্যাকসিনটা পুরো হালাল ভ্যাকসিন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।  

আ. ছালাম খান বলেন, ডাক্তার এবং বিজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন এই ভ্যাকসিনের মাধ্যমে টাইফয়েডকে নির্মূল করা যাবে। এটা যথেষ্ট নিরাপদ একটি ভ্যাকসিন। এটা মানুষের স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আমরা এই টিকার মাধ্যমে শেফা পেয়ে যাবো। আল্লাহ যদি এই ওষুধকে ক্ষমতা দিয়ে থাকেন তাহলে এই ওষুধ আমাদের মুক্তি দিয়ে দিবে। এই ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, এই বাংলাদেশ আলেম উলামার দেশ। ওলি আউলিয়ারা এই দেশে এসে ইসলাম প্রচান করেছেন। মুসলমানের দেশ বাংলাদেশ। আলেমরা ঐক্যবদ্ধ থাকুক এটা আমরা চাই। যেহেতু এটা হালাল ভ্যাকসিন আমদের কাজ হচ্ছে মানুষের সেবায় এটা যেন ধর্মীয়ভাবে কোনো বাধা না পায়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Islam's Group