দেশজুড়ে শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায়নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে শহরের ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে এই টিকাদান কর্মসূচি শুরু করা হয়।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম নিজের মেয়েকে প্রথম টিকা প্রদান করে অভিভাবকদের মধ্যকার টিকাভীতি দূর করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, 'আমরা ২ লক্ষ্যের অধিক শিশুকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছি। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। টাইফয়েডের টিকা যেমন নিরাপদ তেমনি শিশুদের টাইফয়েডের ঝুকি কমিয়ে আনবে। আমরা আশা করবো অভিভাবক ও শিক্ষকদের সহযোগীতায় শিশুদের টিকা প্রদান করতে সক্ষম হবো।'
উপস্থিত ছিলেন ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালিনা এ চৌধুরী, নাসিকের ইপিআই কর্মকর্তা নাসির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :