সারাদেশের মত নারায়ণগঞ্জেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে ফতুল্লার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা।
আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইনসহ আরো অনেকে।
উদ্ধোধনকালে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবার কোমর বেধে নেমেছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। টাইফয়েড রোগ প্রতিরোধে একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আজ ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৮ দিনব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। জেলার ৫টি উপজেলায় এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৮ লাখের বেশী শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।
আপনার মতামত লিখুন :