News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এলজিইডি‍‍`র কার্যালয়ে দুদকের অনুসন্ধান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৩৪ পিএম এলজিইডি‍‍`র কার্যালয়ে দুদকের অনুসন্ধান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ের নানা কার্যক্রমের বিষয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুরে দুদকের নারায়ণগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের দুই উপসহকারি পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম এলজিডির বন্দর উপজেলা প্রকৌশলী শামসুন নাহারের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন। তার সাথে দীর্ঘ এক ঘন্টা কথা বলেন দুদকের এই দুই কর্মকর্তা। এসময় হিসাব বিভাগ সহ বিভিন্ন বিভাগের বিগত কয়েক বছরের রেজিষ্ট্রার খাতা ও নথিপত্র যাচাই বাছাই করেন দুদকের অনুসন্ধানকারি কর্মকর্তারা। 

পরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারি পরিচালক মশিউর রহমান সাংবাদিকদের জানান, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ি সারা দেশে এক সাথে ৩৬ জেলায় এলজিইডি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্সমেন্ট টিম বন্দর উপজেলায় এলজিডির বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে এবং কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন। এলজিইডি'র বন্দর উপজেলা কার্যালয়ের বিগত এবং চলতি অর্থ বছরের রেকর্ড অনুযায়ি সমাপ্ত, অসমাপ্ত ও চলমান বিভিন্ন প্রকল্পের কাজে কোন ধরণের অনিয়ম আছে কিনা সে বিষয়গুলো যাচাই বাছাই করছেন তারা। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে। 

বিষয়টি স্বীকার করে এলজিডির বন্দর উপজেলা প্রকৌশলী জানান, দুদকের কর্মকর্তারা বিগত পাঁচ বছরের রেকর্ড ও নথিপত্র যাচাই বাছাই করেছেন।

Islam's Group