নগরীতে অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স ছাড়া হোটেল রেস্তোরাঁর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসন।
বুধবার ৭ জানুয়ারি দুপুরের নগরীরর মিশনপাড়া এলাকায় অবস্থিত বৈশাখী হোসেন, হকার্স মার্কেটে অবস্থিত খাবার হোটেল ও বিবি রোডে অবস্থিত সুগন্ধ প্লাস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত সব হোটেল ও রেস্তোরাঁকে স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করতে হবে। সামনে রমজান মাস থাকায় মালিকদের প্রতি তিনি স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার পরিবেশনের আহ্বান জানান। তাদেরকে প্রাথমিক ভাবে সর্তক করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে স্বাস্থবিধি মানা এবং বৈধ লাইসেন্স নিশ্চিত না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডা. নাফিয়া ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন নাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা ডা. মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

































-20260102160818.jpg)


আপনার মতামত লিখুন :