News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

শীতবস্ত্র বিতরণ মাসুদুজ্জামানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪০ পিএম শীতবস্ত্র বিতরণ মাসুদুজ্জামানের

সারাদেশে অব্যাহত তীব্র শৈত প্রবাহের কারণে যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত। এ অবস্থায় ৭ জানুয়ারি ২১ ও ২৫ নং ওয়ার্ড এবং বন্দর উপজেলার মুসাপুর, কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসুদুজ্জামানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শীতবস্ত্র বিতরণের মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। তাঁর উদ্যোগে নগর বন্দরের বিভিন্ন এলাকায় শীতার্ত দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতায় পর্যাপ্ত শীতবস্ত্র ও উষ্ণ বিছানার অভাবে নগরীর বিভিন্ন স্তরের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। এমতাবস্থয় মানবিক দায়বদ্ধতা থেকে মাসুদুজ্জামান এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান বলেন, একজন স্বচ্ছল নাগরিক হিসেবে সমাজ ও মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। তীব্র শৈত প্রবাহে অসহায় মানুষ যখন কষ্ট পাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কম্বল বিতরণের মাধ্যমে সমাজের প্রতি আমার দায়িত্বের সামান্য অংশ পালন করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি অন্যান্য বিত্তবানদেরও এই শীতে খাবার ও শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

স্থানীয় উপকারভোগীরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে মৌলিক ভূমিকা রেখে চলেছেন।

 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group