নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ হাসনাত স্কয়ারের দ্বিতীয় তলায় ব্লিস বাইট বেকারী’র ক্যাফে উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারি বিকেলে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান।
উপস্থিত ছিলেন ব্লিস বাইট বেকারী’র ক্যাফে স্বত্বাধিকারী ইয়াহিয়া আলম উচ্ছাস, নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালক ফতেহ মুহাম্মদ রেজা রিপন, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সাংবাদিক ইশতিয়াক আহম্মেদ, মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নাহিদ ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিনার প্রমুখ।
ব্লিস বাইট বেকারী’র ক্যাফে প্রিমিয়াম কেক, কর্পোরেট কেক, জন্মদিন ও অন্যান্য অনুষ্ঠানে জন্য নারায়ণগঞ্জে কাস্টমাইজড কেক বিক্রি করে থাকে। ডোনাট, ফ্রাটার, হট চকলেট, কুকিজ ইত্যাদি তৈরি করে, যা স্থানীয় উপাদান দিয়ে তৈরি হয়। কেক, কাপকেক, পেষ্ট্রি ইত্যাদি তৈরি করে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ডেলিভারী করেছেন।

































-20260102160818.jpg)


আপনার মতামত লিখুন :