News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১১:০৪ পিএম বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের ইফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) স্কুল সংলগ্ন মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাচের শিক্ষার্থী নূর আলম রোকন ও সাগর মল্লিকের উদ্যোগে এতে অংশ নেন ৩৫ জন ছাত্র। তাদের ইফতার এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় সাবেক শিক্ষার্থীরা স্কুল জীবনের স্মৃতিচারণ করে আড্ডা খোশগল্পে মেতে উঠেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের সাগর মল্লিক আনন্দ প্রকাশ করে বলেন, 'আমার কাছে স্কুল জীবনটাই সেরা। বছরে একদিন ইফতারে আমরা সব বন্ধুরা একত্রিত হই। যার কারণে এই দিনটা আমার কাছে বিশেষ'।

নূর আলম রোকন জানান, অনেক ব্যস্ততার মাঝেও একদিন আমরা স্কুল বন্ধুরা একসাথে ইফতার করি। আজকে স্কুলের বন্ধুদের সাথে ইফতার করে উচ্ছ্বসিত বলেও জানান তিনি।

Islam's Group