শনিবার ১২ অক্টোবর বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে ডেঙ্গুকে জাতীয় মহামারী ঘোষণা করার দাবি জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের দায়িত্বে অবহেলা, গাফিলতি ও কার্যকর পদক্ষেপের অভাবের কারণেই পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। সময়মতো মশকনিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতাম‚লক কার্যক্রম না হওয়ায় জনগণ আজ প্রাণঘাতী ডেঙ্গু মুখোমুখি।
ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের রয়েছে দায়িত্ব ও কর্তব্য, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্বজ্ঞানহীন থাকে, তাহলে সেই ব্যর্থতার দায়ও প্রশাসনকেই নিতে হবে। একইসাথে নাগরিকদেরও হতে হবে সচেতন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জেলা জুড়ে একটি ধারাবাহিক কর্মস‚চি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জলার বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতাম‚লক ক্যাম্পেইন পরিচালনা করা হবে, ছাত্র ফেডারেশনের ভলান্টিয়ার টিম গঠন করা হবে যারা ডেঙ্গুর লার্ভা ধ্বংসের কাজ করবে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মস‚চি বাস্তবায়ন করবে, এবং স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সাথে সমন্বয় করে ডেঙ্গু বিরোধী গণআন্দোলন গড়ে তুলবে।
ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। প্রশাসনের ব্যর্থতা ও গাফিলতির বিরুদ্ধে জনদাবি তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অব্যবস্থাপনা আর না ঘটে। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই পারে এই মহামারী প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।
আপনার মতামত লিখুন :