নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ ঢাকার সবচেয়ে কাছের একটা জেলা। কিন্তু দুঃখের বিষয় হলো নারায়ণগঞ্জে যখনই কেউ ভালো অবস্থানে চলে যায় তখনই নারয়ণগঞ্জ ছেড়ে ঢাকা চলে যাচ্ছে। এর কারণ হলো নারায়ণগঞ্জে ভালো মানের শো রুম নেই ভালো মানের স্কুল নেই ভালো মানের হাসপাতাল নেই। নাগরিক সুবিধাগুলো থেকে আমরা অনেক পিছিয়ে। নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে পারলে সবকিছুই ভালো হয়ে যাবে। আমাদের রিয়েল এস্টেট ব্যবসারও উন্নতি হবে।
রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রিয়েল এস্ট্রেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি ভালোভাবে কাজ করা যায় তাহলে সেটার রেজাল্ট সবসময় ভালো হয়। রিয়েল এস্টেট ব্যবসার গুণগত মান ধরে রাখতে হবে। নিজের ক্ষতি করে হলেও ধরে রাখতে হবে। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে আমরা সকলে মিলে চেষ্টা করবো এই বিধিনিষেধ সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। যে কোন একদিন নির্ধারিত করে আমরা প্রয়োজনে রাজউকের চেয়ারম্যানের সাথে কথা বলবো।
তিনি আরও বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সহজ সমাধানে পৌছতে না পারলে নারায়ণগঞ্জে বসবাস করা অনেক কষ্ট হয়ে যাবে। নারায়ণগঞ্জে যেভাবে জনসংখ্যা বাড়ছে সমাধান ছাড়া কোনো উপায় নেই। আমরা সকলে মিলে নারায়ণগঞ্জ সাজাবো।
নারায়ণগঞ্জ রিয়েল এস্ট্রেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির হায়দার চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গোলাম সারোয়ার সাঈদ ও জেনারেল সেক্রেটারী- সাহাবুদ্দিন তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আপনার মতামত লিখুন :