News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

খালেদার জিয়ার জন্য বন্দর প্রেস ক্লাবের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:২৮ পিএম খালেদার জিয়ার জন্য বন্দর প্রেস ক্লাবের দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বন্দর প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ।

বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুনের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বন্দর প্রতিনিধি নাছির মিয়া।

দোয়া মাহফিলে বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী, দৈনিক মানব জমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লা, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম শাহিন, যুগের চিন্তা পত্রিকার লতিফ রানা, অগ্রবানী পত্রিকার সিনিয়র সাংবাদিক কবির হোসেন, অগ্রবানী প্রতিদিনের মাহাবুব মাস্টার, সাংবাদিক মহসিন দেওয়ান, বন্দর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক জিএম সুমন, সমকাল পত্রিকার ফটো সাংবাদিক সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম আব্দুল্লাহ, দৈনিক সংবাদচর্চা পত্রিকার শেখ আরিফ, দৈনিক সোজাসাপটা পত্রিকার শরিফুল ইসলাম, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার শামীম হোসেন, অগ্রবানী প্রতিদিনের শাহরিয়ার ইমন, দেশের আলো পত্রিকার ইমদাদুল হক মিলন, বাদল খান, মিতু মোর্শেদ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group