News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্মের ৩৩০০ শীতবস্ত্র বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৩৫ পিএম সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্মের ৩৩০০ শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৩ হাজার ৩০০টি শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন সমমনা প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি এম এ আওয়াল। সভাপতিত্ব করেন সমমনা প্ল্যাটফর্মের উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন কমার্স ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মহসিন মিয়া, সাবেক অতিরিক্ত সচিব শেখ মো. বিল্লাল হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক মো. রুহুল আমীন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএজিএম আ. করিম, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মইনউদ্দিন বাদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনাকালীন সময়ে দরিদ্র মানুষের সহায়তার লক্ষ্যেই সমমনা প্ল্যাটফর্মের যাত্রা শুরু। এরপর থেকে তারা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে এম এ আওয়াল বলেন, এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও সমমনা প্ল্যাটফর্মের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভিস্তা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান শামছুল আলম পনির, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কামাল হোসেন, নজরুল ইসলাম এবং ডাচ-বাংলা ব্যাংকের ভাইস চেয়ারম্যান জুলহাস উদ্দিন। শাহজালাল সিকিউরিটিজের সিএফএ কামরুজ্জামান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group