News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

শিল্পী সমীরণ চৌধুরীর প্রয়াণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:২৬ পিএম শিল্পী সমীরণ চৌধুরীর প্রয়াণ

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পী সমীরণ চৌধুরী শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

সন্ধ্যায় সমীরণ চৌধুরীর মরদেহ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয়। সেখানে তাঁর প্রাক্তন ছাত্র, কলেজের বর্তমান শিক্ষক-ছাত্রবৃন্দ এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ নারায়ণগঞ্জে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কফেনে পুষ্পস্তবক অর্পণ করে। পরে নারায়ণগঞ্জে মাসদাইরের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

শিল্পী সমীরণ চৌধুরী ১৯৬২ সালের ২০ নভেম্বর আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নের উলুকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা অনিল গোপাল সাহা। ছয় ভাইবোনের মধ্যে সমীরণ পঞ্চম। তাঁর পড়াশোনায় প্রথম হাতেখড়ি বড়বোনদের কাছে। পরে উলুকান্দী সরকারী প্রাথমিক বিদ্যলয় ও সদাসদী বহুমুখী উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৭৮ সালে তাঁর পুরো পরিবার নারায়ণগঞ্জ চলে আসে। দশম শ্রেণিতে এসে নারায়ণগঞ্জের বার একাডেমি থেকে ১৯৭৯ সালে এসএসসি পাশ করেন। ১৯৮০ সালে ঢাকায় চারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। পরে এই চারুকলা মহাবিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে চারুকলা ইনস্টিটিউট হলে সেখান থেকে ১৯৮৫ সালে বিএফএ ও ১৯৮৭ সালে ‘ড্রইং এবং পেইন্টিং’ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রাবস্থায় তিনি জলরঙে বিশেষ দক্ষতার জন্য শ্রেষ্ঠ পুরস্কার পান।

সমীরণ চৌধুরী জলরং ও প্রতিকৃতি শিল্পী হিসেবে সবিশেষ পরিচিত। তিনি ভারত, জাপান, নরওয়ে সহ দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সমীরণ বিভিন্ন মাধ্যমে ২২ হাজারের অধিক ছবি এঁকেছেন। দেশে ও বিদেশে তার ১৮টি একক চিত্র প্রর্দনী অনুষ্ঠিত হয়েছে এবং বহু জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মান, ইতালি, হল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিনলেন্ড, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল, গ্রীস, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান মরক্কো, নাইজেরিয়া, ঘানা, বুলগেরিয়া সহ বাংলাদেশের বিভিন্ন সংগ্রহশালা ও ব্যক্তি তার ছবি সংগ্রহ করেছেন।

৪ জানুয়ারি সমীরণ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের (আর্ট কলেজ) সকল ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল চারটায় কলেজে সমীরণ চৌধুরীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group