জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের একবছর মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্যাডে দেখা গেছে, মাহফুজ খানকে আহ্বায়ক ও মো. সারফারাজ হক সজীবকে সদস্য সচিব করে জেলা ছাত্রশক্তির ৫২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এই কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে সারোয়ার হোসেনকে রেখে ১২ জন যুগ্ম আহ্বায়ক,১জন সিনিয়র যুগ্ম-সদস্য সচিব, ১৪জন যুগ্ম-সদস্য সচিব,১জন মুখ্য সংগঠক, ১৬ জন সংগঠক এবং ৫ জনকে সাধারণ সদস্য পদে রেখেছেন।
অপরদিকে আমিনুল ইসলামকে আহ্বায়ক ও জহিরুল ইসলামকে সদস্য সচিব রেখে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এই কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে সাখাওয়াত হোসেন আকাশকে রেখে যুগ্ম-আহ্বায়ক পদে ৪, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ১, যুগ্ম সদস্য সচিব ৯, মুখ্য সংগঠক ১, সংগঠক ১৯ এবং ৭ জন সদস্য পদে আছেন।
জেলা ছাত্রশক্তি আহ্বায়ক মাহফুজ খান বলেন, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেটা ন্যায়ের সঙ্গে পালন করবো। আমাদের মূল্য লক্ষ্য নতুন বাংলাদেশ বির্নিমান।
মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তারই ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এই রাজনৈতিক ধারাকে বেগবান করার লক্ষ্যে এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। আজ জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী সমাজের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে আপোষহীন ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে প্রত্যাশা করি, তারা ছাত্রসমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষা ও রাষ্ট্র সংস্কারের লড়াইয়ে দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে। জাতীয় ছাত্রশক্তি আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রগতিশীল, দেশপ্রেমিক ও নীতিনিষ্ঠ ছাত্ররাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই প্রত্যাশা রইলো।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে তারই ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সেই রাজনৈতিক ধারাকে বেগবান করার লক্ষ্যে এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আজ নারায়ণগঞ্জে কমিটি দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্ব আসারা আমাদেরকে নতুন কিছু উপহার দিবে এই প্রত্যাশা রাখছি। ন্যায় নিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।









































আপনার মতামত লিখুন :