নারায়ণগঞ্জ ফতুল্লায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সজীব ওরফে বদনা সজীব (৪০) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৮ এপ্রিল) র্যাব-১১ ও ১৪ এর যৌথ অভিযানে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত অভিযুক্ত ফতুল্লা থানার আ. মান্নানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত যুবক ধর্ষণ মামলার তৃতীয় আসামি। ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী নারীকে গত ০৭ এপ্রিল ফতুল্লার গাবতলী প্রাইমারি স্কুলের পাশের একটি পাঁচ তলা ভবনের নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে অমানবিক এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করান।
র্যাব আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে এবং মামলার এজাহার পর্যালোচনায় করে তারা জেনেছে যে ওই ধর্ষিতা নারীর বিয়ে হওয়ার পূর্বে আরেক আসামি মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে, ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হলেও তার পূর্ব প্রেমিক অভিযুক্ত মাহিম ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্যাক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। সবশেষ ৭ এপ্রিল জেলার সদর উপজেলার গাবতলী এলাকার একটি ভাড়া বাসাতে ডেকে নিয়ে উক্ত ভিকটিমকে ধর্ষণ করা হয়। ধর্ষণকালে মাহিম তার সহযোগী এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় এ কার্যক্রম সম্পূর্ণ করেন।
এরআগে ১৭ এপ্রিল উক্ত মামলার ৪ নং আসামি জাকারিয়া প্রকাশ নয়ন (৩০)’কে বরিশাল জেলার কোতয়ালী থানা থানা থেকে গ্রেফতার করা হয়েছিল। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :