নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই ভাই কর্তৃক স্বপন (৩৫) নামের এক যুবক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম হাবিবুল্লা মিয়া (৩৪)।
বৃহস্পতিবার ১ মে ঢাকাস্থ মাতুয়াইল আশ্রাফ আলী সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি আজ শুক্রবার সকালে র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে আড়াইহাজার থানাস্থ সেন্দী এলাকার বাসিন্দা নিহত স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে গ্রেফতারকৃত ও তার আরেক ভাই আসামি শামীম (৩০)। পরে এ ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করান। সেই মামলার আদালতের বিচারিক কার্যক্রম শেষে গত ৩০ এপ্রিল ২০২৫ দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। উক্ত হত্যা মামলার রায়ে আসামিদের দুই-ভাইকেই যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়াও হয়েছে। সেদিন রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। পরবর্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাবাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুল্লা মিয়া গ্রেফতার করা হয়।
উক্ত মামলার আসামিরা উভয়ে আড়াইহাজার থানার মো. রোস্তমের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :