ফতুল্লার শিয়াচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিস্কাশন ড্রেন থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় পেয়েছে পুলিশ। নিহতের নাম আমিনুল ইসলাম(৫৮)। সে একজন ব্যাটারি চালিত মিশুক গাড়ির চালক। সে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েত নগরের হাজী কাদির বেপারীর বাড়িতে স্ব পরিবারের বসবাস করে আসছিলো।
এ ঘটনায় নিহতের পুত্র আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
জানা যায়, নিহত আমিনুল ইসলাম নিজ মালিকানাধীন ব্যাটারি চালিত মিশুক চালাতেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গ্যারেজ হতে মিশুক নিয়ে বের হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার কথা থাকলেও বাসায় ফিরে আসেনি। বেলা বৃদ্ধি পেলেও বাসায় ফিরে না আসায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে । এক পর্যায়ে তারা লোকমুখে জানতে পারে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার পশ্চিম শিয়াচর নুর মসজিদ সংলগ্ন সারোয়ার মিয়ার বাড়ীর সামনে পয়ঃনিস্কাশন ড্রেন থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মর্গে গিয়ে বাদী তার বাবার লাশ দেখে শনাক্ত করে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হলেও পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে। ধারনা করা হচ্ছে বুধবার রাতে কোন এক সময়ে দূস্কৃতিকারীরা তাকে হত্যা করে মিশুক গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন :