আন্তর্জাতিক শ্রমিক দিবস ১মে উপলক্ষ্যে জাহাঙ্গীর আলম রতনের নেতৃত্বে নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজি: ঢাকা-৪১১৪ বিশাল এক শ্রমিক র্যালি বের করে র্যালিটি তোলারাম মোড় মাছুয়াবাজার ভগবানগঞ্জ খাল ঘাট নিতাইগঞ্জের হয়ে মাছুয়া বাজার হয়ে শেষ হয়।
শ্রমিক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম রতন বলেন, ১মে আমেরিকা শিকাগো শহরে ৮ঘণ্টা কাজের জন্য শ্রমিকেরা আন্দোলন করে। ওই আন্দোলনে পুলিশেরা গুলি চালিয়ে অসংখ্য শ্রমিক হত্যা করে। তারপর থেকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। তিনি আরো বলেন নিতাইগঞ্জ মালিক শ্রমিকদের মধ্যে বৈষম্য নাই। শ্রমিকদের ন্যায্য পাওনা ও কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। এমনও কিছু মালিকরা আছে শ্রমিকদের দুর্ঘটনায় আহত হলে তাদের পর্যবেক্ষন করে না। নিতাইগঞ্জ মিল এলাকায় রাস্তাঘাটের বেহলা দশা। প্রশাসনের নজর নাই। তিনি আরো বলেন মালিকদের স্বার্থ রক্ষা করে শ্রমিকদের কাজ করতে হবে। মালিকদের কে শ্রমিকদের সহানুভুতি দেখাতে হবে।
উপস্থিত ছিলেন, আব্বাস উদ্দিন ভুলু, আরিফ আহমেদ গোগা, আনিস রহমান রিপন, শ্রমিক সংঘের হারুন উর রশীদ, এনামুল হক, মো. নবাব, আফজাল মোল্লা, আসাদুজ্জামান, কামাল হোসাইন, বশির মৃধা, মো. মেনেম আলী, আব্দুল সাত্তার মৃধা, জানে আলম, আবুল, আবু তাহের, আব্দুল হক, সাইফুল ইসলাম বাবুল, আনোয়ারুল ইসলাম নাঈম, শেখ মো. সিয়াম, শহীদুল ইসলাম সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :