নারায়ণগঞ্জের বন্দরর মদনপুরে বৃহস্পতিবার বিকেলে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব ১১। এসময় মা ও দুই মেয়েসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানাধীন দেউস এলাকার রওশন আলীর পুত্র মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), একই থানাধীন শশিদল এলাকার মৃত নশু মিয়ার পুত্র মাইক্রোবাসের চালক মাসুদ রানা (২৫), দেউস এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী মোসা. জাহানারা বেগম (৫০) ও তার দুই মেয়ে মোসাম্মৎ বৃষ্টি (১৯) ও মোসা. ইয়াসমিন (১৩)।
শুক্রবার সকালে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিগণ ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু পরস্পর যোগসাজশে জব্দকৃত মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ১০কেজি গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তদেরকে উপরে উল্লিখিত সময় ও স্থান হতে বর্ণিত আলামত'সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :