বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানার রেলস্টেশন এলাকায় ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদল দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
প্রধান বক্তা ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, ১২ ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি নেতৃত্বাধীন জোট মুফতি মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়েছেন। মনির হোসেন কাশেমীকে আমরা ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানকে এ আসনটি উপহার দিবো।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, যারা জিয়া পরিবারকে ভালোবাসে যারা তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করে তারা কখনোই বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধচারণ করবেনা। মনির হোসাইন কাশেমী ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবারো তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন তারেক রহমানের মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী। শুধুমাত্র আইনী জটিলতার কারনে এবার সে খেজুর গাছ প্রতিক নিয়ে নির্বাচন করছেন। আপনাদের বুঝতে হবে ধানের শীষই এখন খেজুর গাছ আর খেজুর গাছই ধানের শীষ। আগামী ১২ ফেব্রুয়ারিতে আপনারা মনির হোসেন কাশেমীকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিবেন।




































-20260102160818.jpg)

আপনার মতামত লিখুন :