আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও দলীয় নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় শনিবার (৫ জুলাই) বিকেলে নাসিক ১৩ নং ওয়ার্ডের কলেজ রোড, জামতলা, শেরেবাংলা রোড, তালা ফ্যাক্টরির মোড়, কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন ও দেওয়াল ঘড়ির পক্ষে দলীয় নেতাকর্মীরা গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে।
উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ আওলাদ, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাহনেওয়াজ, সেক্রেটারি আনাস আহমদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ, সদর থানা সভাপতি, শাফীন আব্দুল্লাহ শাকিল, ১২ নং ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম নান্নু ও ১৩ নং ওয়ার্ড সহ-সভাপতি এসকে সাঈদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :