নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “হেফাজতে ইসলাম আদর্শের কথা বলে, সমাজ গঠনের কথা বলে। আমাদের মন বড়। যদি কোনো মাদকসেবী মাদক ছেড়ে সঠিক পথে আসতে চায়, আমরা তাকে বুকে জড়িয়ে নিতে প্রস্তুত।”
শুক্রবার ৪ জুলাই বিকেলে হেফাজতে ইসলাম ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের উপস্থিতিতে মাওলানা ফেরদাউস প্রশাসনকে উদ্দেশ করে বলেন, মাদক সেবক ও মাদকের আড্ডা পরিচালনাকারীরা সমাজের দুর্বলতা। আমরা প্রশাসনের পাশে আছি তাদের বিরুদ্ধে দ্রæত এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক।
তিনি আরও বলেন, “সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে একজন সৎ, যোগ্য ও আদর্শবান আলেমের নেতৃত্ব প্রয়োজন। এমন নেতৃত্বেই সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস নির্মূল সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ফতুল্লা থানা শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন তায়েমী। আরও উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মীর আহমদ উল্লাহ ফুয়াদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি রহমত উল্লাহ ফরিদীসহ অনেকে।
সমাবেশে বক্তারা সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার আহবান জানান।
আপনার মতামত লিখুন :