নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ৫ জুলাই সকাল থেকে আড়াইহাজার ও গোপালদী বাজারে এই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে যান চলাচল এবং পথচারীদের সুবিধার্থে যেসব দোকানের বর্ধিতাংশ সড়কে চলে এসেছে সেগুলো উচ্ছেদ করা হয়। এসময় প্রায় ৮টি দোকানের বর্ধিতাংশ সরিয়ে ফেলা হয়। এছাড়া সচেতনতার জন্য স্থানীয় সকল দোকান মালিককে সর্তক করা হয়।
এসময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলা ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :