News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বন্দর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পাড় হতে ২ টাকা টোল দিতে হচ্ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৪:৩৩ পিএম বন্দর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পাড় হতে ২ টাকা টোল দিতে হচ্ছে

বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে এতো নৌকায় শীতলক্ষ্যা নদী পারাপার হতে কোন প্রকার টোল দিতে না হলেও ১ জুলাই থেকে নৌকা দিয়ে নদী পারাপার হতে জন প্রতি ২ টাকা আলাদা করে টোল প্রদান করতে হচ্ছে।

১ জুলাই মঙ্গলবার থেকেই জন প্রতি ২ টাকা করে টোল দিয়ে নদী পারাপার হতে হয়েছে ইতোমধ্যে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের পরিচালকদের পক্ষ থেকে নৌকার উঠার পথ দিয়ে টোল আদায় করার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের ইজারাদার দিদার খন্দকার জানান, সরকারি নিয়ম মেনেই ২টাকা করে টোল নেয়া হবে। ইজারার কাগজে স্পষ্ট উল্লেখ রয়েছে যন্ত্রচালিত ট্রলার ও অযান্ত্রিক নৌকা উভয় থেকেই ২ টাকা করে টোল উঠানোর অনুমোদন রয়েছে। তাই আমরা বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীদের আরো উন্নত সেবা দিতে সরকারি নিয়ম মেনেই জন প্রতি ২ টাকা করে টোল আদায়ের ব্যবস্থা করেছে। আর ট্রলারগুলোও আগের মতই ২ টাকাই থাকবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচিত সাবেক সাংসদ সেলিম ওসমান ব্যক্তিগত উদ্যোগে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে যাত্রী পারাপারে সম্পূর্ন টোল মুক্ত করে দিয়েছিলেন। যতদিন তিনি ঘাটটি পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে যাত্রীদের কাছ থেকে কোন প্রকার টোল আদায় করা হতো হতো। ২০২২ সালের পর তিনি ঘাটের পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে বন্দর ১নং খেয়াঘাট দিয়ে যাত্রীদের থেকে টোল আদায় না করা হলেও মালামালের টোল আদায় শুরু হয়। ২০২৫ সালের ১ জুলাই থেকে সেন্ট্রাল খেয়াঘাটের নৌকায় নদীয় পারাপার হতেও সেই পুরনো নিয়মে অন্য বাকি সব ঘাটের মত যাত্রীদের ২ টাকা করে টোল প্রদান করতে হবে।

Islam's Group