নারায়ণগঞ্জে শহরে যানযট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে ৩ জুলাই ২নং রেল গেইটস্থ পুলিশ বক্স প্রাঙ্গণে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মদের আহবানে এবং সহকারী পুলিশ সুপার ট্রাফিক মোঃ সোহেল রানার নেতৃত্বে এক ত্রি-পক্ষীয় আলোচনা বেঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন নাসিক প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, জেলা প্রশাসক থেকে আগত ম্যাজিস্ট্রেট নাহিদ শিশির, নাসিক নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, নাসিক নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, টিআই (২নং গেইট দায়িত্বপ্রাপ্ত) শফিক উজ জামান, টিআই প্রশাসন এম.এ করিম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স পরিচালক সোহেল আহম্মদ সোহান, সুজন প্রতিনিধি আহমেদুর রহমান তনু, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আরিফ মিহির।
যানজট নিরসন কল্পে নাসিক ও ট্রাফিক কর্মকর্তাবৃন্দ বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন। উপস্থিত অন্যন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বিস্তারিত আলোচনা শেষে স্বল্প ও দীর্ঘ মেয়াদী ২টি পরিকল্পনা গ্রহণ করেন। স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে ২নং রেল গেইটের যানযট পূর্ণ নিয়ন্ত্রণের জন্য নাসিক ও পুলিশের ট্রাফিক কর্তৃপক্ষ আগামী ৭ দিনের মধ্যে সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়াও ২নং গেইট মোড় ও চাষাড়া মোড়ের যানযট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা মোতাবেক ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে সবাইকে অবহিত করেন। সহকারী পুলিশ সুপার ট্রাফিক মোঃ সোহেল রানা এবং আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধ আলহাজ্জ নূর উদ্দিন আহম্মেদ উপস্থিত সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং আগামী দিনের কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য কুতুব উদ্দিন আহাম্মদ, হাজী রমজানুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, ধর্ম বিষয়ক
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হোসেন জুলু, দপ্তর সম্পাদক হাজী ইমামুল হাসান হিমু, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খান, সমাজ কল্যাণ সম্পাদ রাজিউদ্দিন আহম্মদ, যুব কল্যাণ সম্পাদক ইমরান শরীফ, বীর মুক্তিযোদ্ধা সফর আলী
ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোড়ল, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :