News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কদম রসুল সেতু নিয়ে জটিলতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:৩৭ পিএম কদম রসুল সেতু নিয়ে জটিলতা

নারায়ণগঞ্জের কদম রসুল সেতু নির্মাণ নিয়ে অনেক আগেই জটিলতা তৈরি হয়। শুরুতে আপত্তি আসে কুমুদিনীর কাছ থেকে। এটা আওয়ামীলীগ সরকারের আমলের কথা। তখন এর ফলে কদম রসুল সেতু হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়। ৫ আগষ্টের পর এখন আবারো এই সেতুর কাজ শুরুর কথা সামনে আসে। তবে আগের জটিলতা রয়েই গেছে। বিশেষ করে শহর বন্দরকে সংযুক্ত করতে যাওয়া এই সেতুর পশ্চিম অংশের এপ্রোচ সড়ক (সংযোগ) কোথায় স্থাপন করা হবে তা নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে কাজ শুরুর আগেই।

জানা গেছে, প্রস্তাবিত ডিজাইন অনুযায়ী সেতুর পশ্চিম অংশের সংযোগ সড়ক কালীর বাজার এলাকায় হবে। তবে এটি হলে শহরে যানজট ও জনদুর্ভোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। ১ জুলাই নারায়ণগঞ্জ কলেজের অধক্ষ্য ডক্টর রুমন রেজার নেতৃত্বে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের একটি দল সিটি করপোরেশনের প্রশাসক কামরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দেন। সেখানে বলা হয়, আমরা জানতে পেরেছি কদম রসুল সেতুর পশ্চিম পাড়ের মুখটি নারায়ণগঞ্জ কলেজের সামনে নামবে। এটি আমাদের জন্য দুশ্চিন্তার ও আতঙ্কের বিষয়। কারণ কালীরবাজার ও ফলপট্টি শহরের অন্যতম এলাকা। এখানে নারায়ণগঞ্জ হাই স্কুল, কলেজ, বাজার, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সারা বছর পরিক্ষা চলে এবং যানজটও লেগে থাকে। এরমধ্যে সেতুর মুখ এদিকে হলে আরো সংকট তৈরি হবে।

এদিকে সেতুর পশ্চিম অংশটি নকশা অনুযায়ী কালীরবাজার এলাকায় হতে যাচ্ছে যেনে আরো অনেক আগে থেকেই স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকেও এটি নতুন করে বিবেচনায় আনতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করে সভা-সমাবেশও অনুষ্ঠিত হচ্ছে। তবে এর প্রতাবিত বর্তমান নকশা অনুযায়ী সেতুর পশ্চিমাংশ কালীর বাজারে রেখেই দ্রুত কাজ শুরু করার পক্ষেও অনেকে সিটি করপোরেশনে গিয়ে অনুরোধ করেছেন। ১ জুলাই শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলনের ব্যানারে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনে কাছে স্মারকলিপি দেয়া হয়। সেখানে বন্দরের স্থানীয় কিছু বাসিন্দা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা বলেন, নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা প্রায় ৬ লাখ মানুষও ৫ লাখ ভোটার। বন্দরের মানুষের প্রাণের দাবি সদর বন্দরের সংযোগ স্থল বন্দর ঘাট সংলগ্ন বা ৫ নং ঘাট দিয়ে শীতলক্ষ্যা সেতু হবে। এই একটি সেতুর অভাবে বন্দরের মানুষকে যুগের পর যুগ ধরে ঝড় বৃষ্টির মধ্যেই কষ্ট করে নদী পার হতে হচ্ছে। বিগত সকল সরকারের আমলে সেতুটি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ৫ নং ঘাট দিয়ে একটি সেতু নির্মাণের সকল প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তবে যানজট বৃদ্ধিসহ নানা অযুহাতে এর বিরোধীতা করা হচ্ছে। তাদের চাহিদার সাথে বন্দরের বিশাল জনপদের মানুষের আকাঙ্খার কোনো মিল নেই। স্মারকলিপিতে বর্তমান নকশা অনুযায়ী দ্রæত কাজ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, কদমরসুল সেতুর টেন্ডার ইতোমধ্যে হয়ে গেছে। তবে জমি নিয়ে কিছু জটিলতা থাকায় কাজ শুরু হয়নি। আশা করছি দ্রুত জটিলতা নিরসন করে বিদ্যমান নকশা অনুযায়ী সেতুর কাজ শুরু হবে।

Islam's Group