News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জাকির খান ও দিদার খন্দকারে ক্ষোভ বন্দরবাসীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:৪৪ পিএম জাকির খান ও দিদার খন্দকারে ক্ষোভ বন্দরবাসীর

বিগত আওয়ামীলীগ সরকার আমলে ওসমানদের উপর ভর করে সেন্ট্রাল খেয়াঘাট পরিচালনা করতেন বিএনপি নেতা দিদার খন্দকার। ওই সময়ে বিশেষ শ্রেণী সহযোগিতা তৎকালীন সেলিম ওসমানের কাছাকাছি হন তিনি। এরপর থেকে দিদার খন্দকারকে আর পিছনে দিক তাকাতে হয়নি। বরং ওসমানদের ক্ষমতা শেষে এখন জাকির খানের উপর ভয় করেছেন তিনি। আওয়ামীলীগ সরকার পতনের পরই সেন্ট্রাল খেয়াঘাট পুরো নিয়ন্ত্রন নেন দিদার খন্দকার।

জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের তত্ত¡াবধায়নে সেন্ট্রাল খেয়াঘাটে পরিচালনা করা হত আওয়ামীলীগের আমলে। এক শ্রেণী ব্যক্তির সহযোগিতায় বিএনপি নেতা দিদার খন্দকার ঘাট পরিচালনায় দায়িত্ব পান। কয়েক বছর ব্যবধানে দিদার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এক সময় সেলিম ওসমানের ছত্রছায়ায় বিগত সরকার আমলে সুযোগ সুবিধা সক্রিয় ছিলেন তিনি।

আওয়ামীলীগ পতনের পরপরই খেয়াঘাটটি নিয়ন্ত্রণে নেন দিদার। ওই সময় যুবলীগের রিয়েল ইজারাদার হলেও তার অনুপস্থিতিতে মাসিক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ছিলো। এক পর্যায়ে যুবদলের এক নেতা পুনরায় ইজারা নিলে পার্টনারে জড়ান দিদার খন্দকার। এতে তার জাকির খান নামক এক নেতা হাত রয়েছে বলে শোনা যায়।

গত ৩০ এপ্রিল টেন্ডারে ২০২৫-২০২৬ অর্থ বছরে সেন্ট্রাল ঘাট ১ কোটি ৫০ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে একটি দরপত্রে ২ কোটি ৬ লাখ ১ হাজার টাকায় ইজারায় নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার। মাত্র ১ লাখ ১ হাজার টাকায় ছিটকে পড়েন পুনরায় ইজারা পাওয়া মহানগর যুবদলের আহবায়ক কমিটি ১নং সদস্য রাফিউদ্দিন রিয়াদ। তাদের অর্ধ কোটি টাকার প্রতিযোগিতায় বন্দরবাসী পারাপারে গলাকাটা সৃষ্টি হয়েছে। নৌকা প্রতি ৮০ টাকা করে জমা চান ইজারাদার।

ফেসবুকে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হৃদয় ভুইয়া লিখেছেন, ১ জুলাই বন্দরবাসীর পক্ষে কথা বলায় এবং ঘাট মাঝিদের অধিকার নিয়ে কথা বলায় ঘাট ইজারাদার দিদার খন্দকার কিছুক্ষণ পূর্বে মো রমজান মুন্সী চাচাকে হুমকি প্রদান করেন। আমরা দিদার খন্দকারকে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এই মাঝি রমজান চাচার সাথে একাত্মতা প্রকাশ করলাম। আপনি যদি তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিংবা হুমকি দিয়ে তার উপর হামলার পরিকল্পনা করে থাকেন তার জবাব ছাত্র জনতা দিবে ইনশাআল্লাহ।

অন্যদিকে ফ্যাসিস্টদের সুবিধাভোগী বিএনপি নেতা দিদার খন্দকার ইজারা নিয়ে বন্দলে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি করায় ফুসেঁ উঠেছেন। যে কোন সময়ে অপ্রীতিকর ঘটনা হওয়ার আশংকা বিরাজ করছে।

Islam's Group