News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

১৫ বছর আওয়ামী লীগের ‘দালালী’ করে ভালো হয়নি মুকুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:৩৪ পিএম ১৫ বছর আওয়ামী লীগের ‘দালালী’ করে ভালো হয়নি মুকুল

আতাউর রহমান মুকুলের মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদ এবং আওয়ামী লীগের দোসর আলাউদ্দিনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে কাঁচপুরের কুতুবপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষ করে এলাকাবাসী বক্তব্যে বলেন, “এই আলাউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ান এন্টারপ্রাইজের পক্ষে হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিতে আসেন বিএনপি’র বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল। এই দেওয়ান এন্টারপ্রাইজের মালিক আতাউর রহমান মুকুল নয়, এটার মালিক আলাউদ্দিন ও তার ছেলে। রোববার আলাউদ্দিনের মেয়ের জামাই এবং নাতিন জামাইকে নিয়ে মুকুল বিদ্যুৎ কেন্দ্রে আসেন। আমরা তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি আমাদের কোন কথা শুনেন না। তাই বিক্ষুব্ধ জনতা যারা গত ১৫ বছর আলাউদ্দিনের নির্যাতন জুলুমের শিকার হয়েছে তারা আতাউর রহমান মুকুলকে হেনস্থা করেছে। বিক্ষুব্ধ জনতা মুকুলকে হেনস্তা করেছে অথচ মুকুল প্রতিহিংসা থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে।”

এলাকাবাসী আরো বলেন, “আতাউর রহমান মুকুল নামে বিএনপি নেতা থাকলেও তিনি গত ১৫ বছর ওসমান পরিবারের দালালি করেছেন তা আমরা দেখেছি। আওয়ামী লীগের দালালি করার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছে। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর তিনি ভালো হয়ে যাবেন কিন্তু তিনি আবারও সেই আওয়ামী দোসরদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। আমরা আলাউদ্দিনের ফাঁসি চাই এবং আতাউর রহমান মুকুলের বিচার চাই।”

এসময় এলাকাবাসী উপস্থিত ছিলেন মনির হোসেন, জুয়েল, জাকরিয়া, মাজহারুল, বাঁধন, ঈমান আলী, ইলিয়াস, জহিরুল, জুয়েল, খালেক সানোয়ার প্রমূখ।

Islam's Group