News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জ ৯৯ স্পোর্টস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০২:০০ পিএম নারায়ণগঞ্জ ৯৯ স্পোর্টস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে অগ্রণী ভূমিকা রাখা "নারায়ণগঞ্জ ৯৯ স্পোর্টস ক্লাব" তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করেছে।

শুক্রবার ৪ জুলাই জহরপুর কালীবাড়ি, লাঙ্গলবন্দে অবস্থিত "রিবারেনো এডভেঞ্চার" প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্লাবের অতীত সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া চর্চা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া পুরস্কার বিতরণ ও একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়। ব্যাচভিত্তিক বা ব্যাচের ক্রীড়া টুর্নামেন্টে আয়োজনে ক্লাবের নিবেদিত ভূমিকার জন্য ক্লাব কর্তৃপক্ষ প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ ৯৯ স্পোর্টস ক্লাব ইতোমধ্যেই জেলার ক্রীড়াঙ্গনে এক গুরুত্বপূর্ণ নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Islam's Group