News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন নিয়ে যা বললেন বাবুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫৬ পিএম নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন নিয়ে যা বললেন বাবুল

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নাটকীয়তা চরমে পৌঁছে গেছে। ৫ আগষ্টের পর বিএনপির রাজনীতিতে নাম লেখান ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। এরপর এই আসনে মনোনয়নও পেয়ে যান তিনি। তবে গত ১৬ ডিসেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাসুদ। এখানেই শেষ নয়, এর ৩দিন পর ১৯ ডিসেম্বর নির্বাচন করবেন বলে জানান তিনি। এ নিয়ে আলোচনা সমালোচনা যখন পুরোদমে চলছে ঠিক তখনই সামনে আসেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান। ২০ ডিসেম্বর শনিবার সকালে তিনি সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-৫ আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর বন্দর নিয়ে গঠিত-৫ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ জন। এদেরমধ্যে একজন বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহম্মেদ বাবুল।

সাখাওয়াত হোসেনের মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে বাবুল বলেন, গত ১৯ ডিসেম্বর রাতে বিএনপির গুলশান কার্যালয়ে সবশেষ বৈঠক হয়েছে হাদীর জানাজার বিষয় নিয়ে। যতটুকু শুনেছি পরদিন ২০ ডিসেম্বর সকালে সিলেট বিভাগের প্রার্থীদের নিয়ে ট্রেনিং হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। সেখানে তো স্থায়ী কমিটির বড় পর্যায়ের কোনো নেতারাও ছিলেন না। তাহলে তিনি (সাখাওয়াত) কিভাবে বলছেন দল তাকে মনোনয়ন দিয়েছে, সেটা আমার জানা নাই। তিনি প্রায়ই সেখানে যান। আরো অনেকেই যায়। তাকে কি হয়েছে? সবশেষ সাখাওয়াত হোসেন খান গুলশান কার্যালয়ে গেলে খবর বের হয় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই ধরনের অপতথ্য চালাচালি পছন্দ করিনা। কারণ এই বিষয়টি কে কনফার্ম করলো? আমাদের দল থেকে অফিসিয়ালি তো কোথাও কিছু বলা হয়নি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কাকে প্রার্থী করা হয়েছে।

দলীয় মনোনয়ন পেয়েও মাসুদুজ্জামানের নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, আমাদের কথা স্পষ্ট যে, দল শেষ পর্যন্ত যাকে এই আসনে কনফার্ম করবে, আমরা তার জন্যই কাজ করবো। এখানে মনোনয়ন নিয়ে নাটক সিনেমা হচ্ছে। এই নাটক আমার পছন্দ না। সারাদেশে ২৩২ টি আসনে নাম ঘোষণা হলেও তাদের অনেকেই এখন পর্যন্ত কনফার্ম না।

আবু জাফর আহম্মেদ বাবুল আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন নিয়ে যা নাটক হচ্ছে সেরকম চাইলে আমিও করতে পারতাম। তারেক সাহেব নিজে আমাকে বলে দিসে আপনে গিয়ে কাজ শুরু করেন। এই আসনের সকল প্রার্থীদের মধ্যে আমি একজন যার সাথে বসে ওনি এই কথা বলেছেন। সুতরাং এখনো কেউ চূড়ান্ত না এই আসনে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group