News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ আসছেন মুনতাসীর আহমাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:০৩ পিএম নারায়ণগঞ্জ আসছেন মুনতাসীর আহমাদ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুনতাসীর আহমাদ সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরে আগমন করবেন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত নগর সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রোববার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর প্রচার সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ নগর সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে কেন্দ্রীয় সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর থানা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসীর আহমাদ সমসাময়িক ছাত্র রাজনীতি, নৈতিকতা ও ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব গঠনের গুরুত্ব তুলে ধরবেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ নগরীর ইসলামী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা ও ছাত্রসমাজের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group