News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে হলো সাংস্কৃতিক সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৪২ পিএম নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে হলো সাংস্কৃতিক সমাবেশ

ছায়ানট, উদীচী, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার প্রতিবাদ ও হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট রবিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।

সংগঠনের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কমিটির সভাপতি জাহিদুল হক দীপু।

রফিউর রাব্বি বলেন, আওয়ামী দুঃশাসনের পরে সবাই আশা করেছে একটি মানবিক, সুশাসন ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। দেশটি ধর্ম, জাতি, গোত্র নির্বিশেষে এ ভূখণ্ডে বসবাসরত সকলের দেশ হবে। সকল মত ও পথের স্বাধীনাতা নিশ্চিৎ হবে, কিন্তু তা হয়নি। শেখ হাসিনা পতনের পর এক উগ্রবাদী রিলিজিয়ন-ফ্যাসিজমের উদ্ভব ঘটেছে। দেশে যে সব ব্যক্তি, প্রতিষ্ঠান, গণমাধ্যম একটি সাম্য, ন্যায়বিচার ও মানচিক সমাজ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজকে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। শরিফ ওসমান হাদির মৃত্যুকে উপলক্ষে করে আজকে তারা ছায়ানট, উদীচী, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করছে, আগুন দিচ্ছে। সরকার চূড়ান্তভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শরিফ ওসমান হাদিকে হত্যার আটদিন পেরিয়ে গেলেও ঘাতকদের গ্রেপ্তার করা যায়নি। আমরা মরে করি না সরকার আন্তরিক হরে ঘাতকদের গ্রেপ্তার করা যায় না। আমরা মনে করতে বাধ্য হচ্ছি দেশের একটি গোষ্ঠী যেন একটি লাশের অপেক্ষায় ছিল। আর হাদি হত্যার পর তারা খোলস ছেড়ে ভয়ঙ্কররূপে হাজির হয়েছে।

তিনি বলেন, দেশ যখন একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে যাচ্ছে তখন একে বাধাগ্রস্ত করতে একটি মহল হিংস্র হয়ে উঠেছে।

বক্তারা বলেন, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের উপর হামলা মুক্তচিন্তা ও গণতন্ত্রের জন্য হুমকি। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে এবং শরিফ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম, পিন্টু সাহা, ডলি বণিকসহ আরও অনেকে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group