News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

বিএনপিতে তৈমূরের পর মাসুদুজ্জামান আলোচনায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৩৬ পিএম বিএনপিতে তৈমূরের পর মাসুদুজ্জামান আলোচনায়

তৈমূর আলম খন্দকার ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ চেয়ারপার্সনের উপদেষ্টা। ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে বিএনপি সব পদ ও সদস্যপদ থেকে বহিস্কার হন। এর আগেও তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের আগে রাতে দলের সিদ্ধান্ত মেনে সংবাদ সম্মেলন করেন প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। যার কারণে তিনি কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন হন। বহিস্কারাদেশ প্রত্যাহার না হওয়া তিনি ২০২৩ সালে তৃনমূল বিএনপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় মহাসচিব হন, এখন তিনি দলকে পদত্যাগ করে বিএনপি ফেরার প্রহর গুনছে। সারা দেশে যখন তৈমূর আলম খন্দকার নিয়ে বার বার আলোচনা রয়েছেন। তখন নতুন করে বিএনপিতে আরেক নাম যুক্ত হয়েছেন তিনি হলেন নব্য যোগদানকারী মাসুদুজ্জামান।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে যোগদান করেন মহানগর বিএনপির সদস্য হন মাসুদুজ্জামান। দেড় মাসের ব্যবধানে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনীত হয়ে আলোচনা আসেন মডেল গ্রুপের এই সফল ব্যবসায়ী। তার বিরুদ্ধে চার মনোনয়ন বঞ্চিতরা তার বিরোধীতা সক্রিয়তা থাকায় ভোটের হিসাব নিকাশ ছিলো আলোচনা। এবার তিনি দলের মনোনীত প্রার্থী হয়ে মাঠ ছেড়ে দেয়ার ঘোষনা দেন সমালোচিত হয়েছেন। ২৭২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী মধ্যে মাসুদুজ্জামান মাসুদই একক সিদ্ধান্তে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়াঁন। এতে করে আবারো তৈমূর আলম খন্দকার পর এবার মাসুদুজ্জামান মাসুদের নাম আলোচনা সৃষ্টি হয়েছে পুরো দেশ-বিদেশ জুড়ে।

তৈমূর আলম খন্দকার

২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন তৈমূর আলম খন্দকার। নির্বাচনের আগের রাতে দলের চেয়ারপার্সনের নিদের্শে নির্বাচন মাঠ ছেড়ে সংবাদ সম্মেলন করেন। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণাকে কেন্দ্র করে বেশ নাটকীয় ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময়ে কালো টাকা ছড়ানো এবং ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন তৈমূর আলম খন্দকার। তার এই ঘোষনায় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় মূলত সেলিনা হায়াত আইভী ও আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানের মধ্যে।

মাসুদুজ্জামান মাসুদ

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হন মাসুদুজ্জামান মাসুদ। দলের যোগদানের দেড় মাসের মাথায় তিনি প্রার্থী হয়ে তুমুল আলোচনায় ছিলেন। ব্যবসায়ী হওয়ার মহানগর বিএনপি বর্তমান ও সাবেক নেতাদের সাথে বহিস্কৃত নেতাদের এক কাতারে এনে প্রশংসিত হয়েছিলেন। হঠাৎ পারিবারিক চাপে ১৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচনের মাঠ ছাড়ার ঘোষনা দেন। তার এই একক সিদ্ধান্তের কারণে বিএনপি হাইকমান্ড ও নারায়ণগঞ্জ বিএনপিতে সমালোচনা সৃষ্টি হয়। এতে মাসুদুজ্জামানের সমর্থকরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং তাকে নির্বাচনে মাঠে ফিরে আসার জুড়ালো দাবি জানান। অবশেষে শুক্রবার তিনি ঘোষণা দিন নির্বাচন করবেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group