নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো- পাগলা এলাকার আব্দুল্লাহ ব্রিকসকে ৫ লক্ষ, ফতুল্লা শিলকুড়িয়া এলাকার মেসার্স এমএসবি ব্রিকসকে ৫ লক্ষ ও একই এলাকার মেসার্স এসইউএ ব্রিকসকে ৫ লক্ষ টাকা সহ মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে তিনটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ ও ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে মিটার খুলে ফেলা হয়েছে। পাশাপাশি এস্কেভেটরের সাহায্যে ইট ও স্থাপনা গুড়িয়ে ফেলা হয় এবং চিমনী আংশিক ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের টিমের মাধ্যমে পানি ছিটিয়ে কাঁচা ইট ব্যবহার অনুপোযোগী করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। সেই সাথে অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বলেন, বায়ু দূষণের অভিযোগে আমরা অবৈধ তিনটি ইটভাটাকে জরিমানা করা সহ সম্পূর্ণরুপে কার্যক্রম বন্ধ করা হয়েছে। বায়ু দূষণ বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




































আপনার মতামত লিখুন :