News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

বন্ধ গার্মেন্ট চালু দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:১৯ পিএম বন্ধ গার্মেন্ট চালু দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বিক্ষোভ

বন্ধ গার্মেন্টস চালু ও জিএম এর অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে রাসেল গার্মেন্টসের শ্রমিকেরা। রোববার দুপুরে গার্মেন্টটির কয়েক শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়।

শ্রমিকরা জানান, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাটাই বন্ধ ও জিএম এর অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এরপর সেদিনই শহরের ১ নং রেলগেট এলাকায় গামের্ন্টের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শ্রমিকরা আরো জানান, গার্মেন্টটিতে ইতোপূর্বে ২ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতো। গত এক বছরের ব্যবধানে ৫ শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

রোববার দুপুরে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকে। পরে জেলা প্রশাসক বিকেলে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ জানান, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group