News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

দুটি আসনে বাসদের মনোনয়নপত্র কিনলেন বিপ্লব ও সেলিম মাহমুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:১০ পিএম দুটি আসনে বাসদের মনোনয়নপত্র কিনলেন বিপ্লব ও সেলিম মাহমুদ

‌নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, বিগত সংসদগুলো পরিণত হয়েছিলো ধনীদের ক্লাবে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিভিন্ন প্রার্থী কোটি টাকার উপর খরচ করেছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তেমন কোন মনিটরিং দেখতে পাচ্ছি না। নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ সারাদেশে যে মব সন্ত্রাস, খুন, হত্যা, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারের মতো বড় তিনটি প্রতিষ্ঠানে ভাংচুরও উদীচী অফিসে যেভাবে অগ্নি সংযোগ করা হয়েছে তাতে জনমনে ভীতির সঞ্চার ঘটেছে।

তিনি বলেন, জনমনে সস্তি ফিরিয়ে আনার দায়িত্ব এই সরকারেরই নিতে হবে। তাই তিনি পরিস্কার করে বলেন আসন্ন নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ, লেবেল প্লেয়িং ফিল্ড নির্মান করা ও মব সন্ত্রাসের সাথে যুক্ত দের অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানান।

‌নারায়গঞ্জ-৪ আসনের প্রার্থী সেলিম মাহমুদ বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিলো কিন্তু ১৬ মাস পেড়িয়ে গেলেও তা দেখা যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জামানত ধরা হয়েছে ৫০ হাজার টাকা আবার সিডির জন্য ১১ থেকে ১৫ হাজার টাকা ধরা হয়েছে যা একজন সাধারণ প্রার্থীর জন্য অনেক। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্টী চেষ্টা চালাচ্ছে এবং এর দায় এ-ই সরকারকেই নিতে হবে। তিনি বলেন সংসদ ধনীদের ক্লাব হবেনা সংসদ হবে জনগণের অধিকার আদায়ের হাতিয়ার।

মনোনয়ন ত্র সংগ্রহের সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group