নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে প্রচারণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজনের ব্যানারে মূলত নির্বাচনের প্রচারণা চালানো হয়।
নির্বাচনের আইন অনুযায়ী ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারী হতে প্রচারণা শুরু করা যাবে। এর আগে প্রচারণা নিষিদ্ধ।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় আলীরটেক ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মুক্তারকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচ আনোয়ার প্রধান, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মুফতী হারুন অর রশিদসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, জিসাস নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি ইকবাল মাহমুদ এবং জেলা মহিলা দলের সংগ্রামী আহ্বায়ক মায়া আপা প্রমুখ।
আলীরটেক ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেকবর বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ জোটপ্রার্থী মুফতি মনির কাসেমীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ। যারা বলে আমি বিএনপিকে ভালোবাসি কিন্তু দলের সিদ্ধান্ত মানে না তাদের কথা বিশ্বাস করবেন না। আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিন। মুফতি মনির কাসেমীকে বিজয়ী করে সংসদে প্রেরণ করে এ এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ দিন।”
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, খেজুর গাছই আমাদের জন্য ধানের শীষ। দলের নাম ব্যবহার করে ষড়যন্ত্রকারী যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের লাল কার্ড দেখানো হয়েছে।
বিএনপি জোটপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাত শক্তিশালী হলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে ইনশাআল্লাহ।
প্রধান আলোচক আবু আল ইউসুফ খান টিপু বলেছে, নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও ধানের শীষের প্রার্থী মুফতি মনির কাসেমীকে বিজয়ী করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা এখানে ব্যক্তিগত ইচ্ছায় আসিনি, কেন্দ্রীয় নির্দেশে এসেছি। বিএনপি ও জোটের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি মনির কাসেমীই নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী।
































আপনার মতামত লিখুন :